ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অভয়াশ্রম লিজ না দেয়ার নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১৮ জানুয়ারি ২০১৯

দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে কোনো অভয়াশ্রমকে লিজ না দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

শুক্রবার (১৮ জানুয়ারি) নেত্রকোণা সার্কিট হাউসে জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এক সভায় তিনি এ নির্দেশ দেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, হাঁস চাষ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লিজকৃত জলাশয়ে হাঁসের অবাধ বিচরণসহ অভয়াশ্রমে তাদের চলাচলে লিজ মালিকরা যেন বাধা দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এসময় কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি পরিহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালকগণ বক্তব্য রাখেন।

এর আগে, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু প্রস্তাবিত নেত্রকোনা মেডিকেল কলেজের জমি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি