ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

অমর একুশে গ্রন্থমেলায় আজো প্রথম অংশ ছিলো ‘শিশু প্রহর’

প্রকাশিত : ১৬:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় আজো প্রথম অংশ ছিলো ‘শিশু প্রহর’। সকালে শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। শিশুদের ছোটাছুটিতে ভিন্ন রুপ পায় প্রাণের বইমেলা।  আর সন্তানদের এমন সুন্দর পরিবেশে আনতে পেরে খুশি অভিভাবকরাও। এদিকে, প্রতিটি শিশুর হাতে বই তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট লেখকরা। শনিবার সকাল থেকেই এভাবে বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে হেটে আসে শিশুরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের কলতানে মুখর হয়ে উঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নার। প্রাণের এই মেলায় এর আগে কারো কারো আগে আসার অভিজ্ঞতা থাকলেও কেউ কেউ এবারই প্রথম। বিশাল এই বইয়ের ভান্ডারে এসে তাই আনন্দিত শিশুরা। হাজারো বইয়ের ভিড়ে পছন্দের বইটি খুঁজে বেড়ায় তাদের ক্ষুদে হাত। বই কেনার পাশাপাশি শিশুদের মন কেড়েছে সিসিমপুরের হালুম-ইকরি-টুকটুকি-শিকু চরিত্রগুলোও। ভক্সপপ: আর সন্তানদের এমন সুন্দর পরিবেশে আনতে পেরে খুশি অভিভাবকরাও। শিশুদের বই পড়ার আগ্রহ অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসায়  অবদান রাখবে বলে মনেকরছেন গুনী এই লেখক। শুধু মেলাকে কেন্দ্র করে নয় সব সময়ই শিশুদের বই উপহার দেয়ার পরামর্শও দেন তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি