ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ১৪ দিনব্যাপি অনুষ্ঠান পালনের ঘোষণা

প্রকাশিত : ১৭:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ১৪ দিনব্যাপি অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে একুশের অনুষ্ঠানমালা। চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানমালায় থাকবে, শিশু সংগঠনের পরিবেশনা, দলীয় আবৃতি, দলীয় নৃত্য ও পথ নাটক। জাতীয় পাঠ্যপুস্তকে অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা গভীর ষড়যন্ত্রের আভাস। ভুলে ভরা পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবিতে ১১ ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে শিখাচিরন্তন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি