ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

অযত্ম-অবহেলায় পড়ে আছে একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের স্মৃতিচিহ্নগুলো

প্রকাশিত : ০৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অযত্ম-অবহেলায় পড়ে আছে একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের স্মৃতিচিহ্নগুলো। বেহাল অবস্থা তার বসতভিটা আর বিজয় মঞ্চেরও। এছাড়া, বিজয় সরকার প্রতিষ্ঠিত নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দু’বছর ধরে ক্লাস করছে গাছতলায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সংগ্রহশালা নির্মাণের দাবি জানালেও নেয়া হয়নি কোন উদ্যোগ। চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্র“য়ারি নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় ১৮শ’রও বেশি গান লিখেছেন তিনি; দিয়েছেন সুর-ও। গানে গানে ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িক চেতনার বীজ। তবে, বিজয় সরকারের স্মৃতিস্থানগুলো পড়ে আছে অযত্ম-অবহেলায়। বসতভিটায় নির্মিত বিজয় মঞ্চের অবস্থা জরাজীর্ণ। তার ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণের উদ্যোগ না থাকায় হতাশ স্থানীয়রা। স্থানীয় শিল্পীরা বললেন, স্বরলিপির অভাবে বিজয় সরকারের অনেক গান চর্চা করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষানুরাগী বিজয় সরকার প্রতিষ্ঠিত নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটিও সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। ক্লাস চলে গাছতলায়। চারণকবির স্মৃতিস্থানগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি