অরাজকতা সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১৫:৫৫, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ২৮ অক্টোবর ২০১৬
নির্বাচনের নামে দেশে অরাজকতা সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনারে তিনি আরো বলেন, নিয়ম অনুযায়ি ২০১৯ সালে নির্বাচন হবে। এ’সময় বিরোধী রাজনীতিকদের শালীনতা বজায় রেখে কথা বলারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম। জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, আইন করে এসব সহিংসতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ’জন্য নাগরিকদের সচেতন হতে হবে।
আরও পড়ুন