ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অর্থ সচিব মুসলিম চৌধুরীকে সিএজি পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। বর্তমানে তিনি অর্থ সচিবের দায়িত্ব পালন করছেন।

রোববার সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন শুরু করবেন মুসলিম চৌধুরী।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। ২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি