ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

অর্থনীতি সমিতি’র সভাপতি বারাকাত, সম্পাদক জামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৮, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অর্থনীতি সমিতি’র সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল বারাকাত ও সাধারণ সম্পাদক হয়েছেন ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সরদারও।

সমিতির তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অন্যান্য পদের জন্য সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চারটি বুথে ভোট গ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী।
এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত ২২০০ ভোটার ভোট দিয়েছেন বলে জানা যায়। আগামী দু`বছর এ কমিটি সমিতির নেতৃত্ব দিবে। জানা যায়, কেউ পর পর দুবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।

এএ/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি