অসাধু সিন্ডিকেট চক্রের মারধর ও হুমকি-ধামকির শিকার অ্যাম্বুলেন্স চালক
প্রকাশিত : ১১:০১, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:০৩, ১৮ অক্টোবর ২০১৬
অঘোষিত ধর্মঘট ডেকে ঢাকা মেডিকেল কলেজ কৃত্রিম সংকট সৃষ্টি করেছে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক-চালকদের সিন্ডিকেট। বাইরের অ্যাম্বুলেন্সে মুমুর্ষ রোগী ও লাশ পরিবহনেও বাধা সৃষ্টি করছে তারা। এতে হয়রানির শিকার রোগী ওতাদের স্বজনেরা। এরইমধ্যে বাধাদানকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ডও দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গেলো ১৫ই অক্টোবর ঢাকা মেডিকেল কলেজে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হন চার জন। এরপর রাস্তার ওপর থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেয় পুলিশ। প্রতিবাদে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ৭০-৮০টি অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ করে দিয়েছে মালিকরা। এমনকি বাইরের আ্যাম্বুলেন্সেও রোগী পরিবহনে বাঁধা সৃষ্টি করছে তারা।
অসাধু সিন্ডিকেট চক্রের মারধর ও হুমকি-ধামকির শিকার হচ্ছেন বলে অভিযোগ বাইরে থেকে আগত অ্যাম্বুলেন্স চালকদের।
এদিকে ঢাকা মেডিকেলে মাত্র ৫ টি অ্যাম্বুলেন্সের মধ্যে সচল আছে ৪ টি। অ্যাম্বুলেন্স সংকটে হেঁটে, রিকশায়, সিনজিতে রোগী নিতে গিয়ে হিমশিম খাচ্ছে ভুক্তভোগীরা।
মুমূর্ষ রোগী এবং লাশ পরিবহন করতে না পেরে বেশ দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।
এদিকে অ্যম্বুলেন্স চলাচলে বাধা দেয়ায় সোমবার সন্ধ্যায় তানভির ও আবির নামে ২জনকে আটক করে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোগী হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ভোগ কমাতে সব ধরনে প্রচেষ্টা চলছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন