অসুস্থ মজহার হাসপাতালে ভর্তি
প্রকাশিত : ১১:৩৮, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:০৩, ৫ জুলাই ২০১৭

শারীরিকভাবে অসুস্থ কবি ও লেখক ফরহাদ মজহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। ফরহাদ মজহারের পরিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
‘অন্তর্ধানের’ পর ফরহাদ মজহার মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের খাস কামরায় ১৬৪ ধারায় বিচারিক জবানবন্দি দেন।
পরে ১০ হাজার টাকার মুচলেকায় স্বাক্ষর নিয়ে তাকে নিজের জিম্মায় বাড়ি ফেরার অনুমতি দেন বিচারক। তাকে নিয়ে আদালত প্রাঙ্গণ ছাড়েন স্ত্রী ফরিদা আখতার ও মেয়ে সম্তলী হক।
রাতে ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাকে হাসপাতালে ভর্তির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আদালত থেকে ফরহাদ মজহারকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। চোখ বাঁধা অবস্থায় গত দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত।’
সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন বলেও ফরিদা আখতার ও তার মেয়ে সম্তলী হকের পক্ষে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়।
//আর
আরও পড়ুন