ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অসুস্থ স্ত্রীকে দেখতে লন্ডনে নওয়াজ শরীফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে দেখতে লন্ডনে পৌছেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার মেয়ে মরিয়ম নওয়াজকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। লন্ডনের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে নওয়াজ নেতাকর্মীদের ফের পাকিস্তানে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন।
দূরারোগ্য ব্যাধী ক্যানসারে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের লন্ডনে চিকিৎসা চলছে। মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় জানান, তাঁর মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তাঁরা। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তাঁরা। রাতে তারা তারা লন্ডনে পৌছান।  
প্রসঙ্গত, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। আদালত রায়ে জানায়, নওয়াজ শরিফ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

সূত্র: দ্য ডন
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি