ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অ্যামাজন সংরক্ষণে আঞ্চলিক নীতির আহ্বান লুলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৯ জানুয়ারি ২০২৩

ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা আমাজন রেইনফরেস্টের আবাসস্থল দক্ষিণ আমেরিকার দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের মূল সম্পদ রক্ষায় বাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

‘গ্লোবোনিউজ’ চ্যানেলের সাথে সাক্ষাৎ্কারে লুলা বলেছেন, ‘গ্রহে মানব প্রজাতিকে সংরক্ষণে আজ জলবায়ু সমস্যা মোকাবেলা করা প্রয়োজন এবং প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।’

লুলা বলেন, তিনি ইকুয়েডর, কলম্বিয়া, পেরু, ভেনিজুয়েলা, বলিভিয়া এবং ফ্রেঞ্চ গুয়ানার নেতাদের সাথে বৈঠক আয়োজনে কাজ করছেন। তিনি বলেন, ‘আমরা অ্যামাজন সংরক্ষণে মহাদেশীয় নীতি নিয়ে আলোচনা করতে পারি।’

লুলা ১ জানুয়ারিতে তার তৃতীয় প্রেসিডেন্টের মেয়াদ শুরু করেন এবং পরিবেশ রক্ষার বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তার পূর্বসূরি জাইর বোলসোনারোর তদারকি সংস্থাগুলোকে ধ্বংস করার পর অ্যামাজন সুরক্ষাকে বাড়িয়ে তুলবেন। 

কৃষি ব্যবসার সহযোগী বোলসোনারো তার চার বছর দায়িত্ব পালনকালে অ্যামাজন জঙ্গলে আগুনের ঢেউ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিলেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, বলসোনারোর অধীনে গড় বার্ষিক বন উজাড় আগের চার বছরের তুলনায় ৫৯.৫ শতাংশ এবং আগের দশক থেকে ৭৫.৫ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসের কারণ মূলত খামার এবং জমি দখলকারীরা গবাদি পশু এবং ফসলের জন্য জঙ্গল পরিষ্কার করে।

লুলা (৭৭) ২০৩০ সালের মধ্যে অ্যামাজনের বন উজাড়ের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার তার সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, তিনি এমন একটিফেডারেল পুলিশ বডি গঠন করতে চান যা ‘আরো শক্তির সাথে কাজ করে’ রেইনফরেস্ট রক্ষার পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারে।

‘প্রতিশ্রুতি হল ২০৩০ সালের মধ্যে অ্যামাজনে বন উজাড় শূণ্যের কোটায় নামিয়ে আনা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি