ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

অ্যাম্বিয়েন্ট ফ্রাংকফুর্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৩১টি প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হবে ভোগ্যপণ্য বা কনজিউমার গুডসের সবচেয়ে বড় প্রদর্শনী অ্যাম্বিয়েন্ট। তিন দশকের ধারাবাহিকতা ধরে রেখে এবারো মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, এবারের অ্যাম্বিয়েন্টে বাংলাদেশসহ মোট ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। তারা সিরামিক, পাট, হস্তশিল্পজাতসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করবে। মেলার বাংলাদেশ প্যাভিলিয়নে যেসব প্রতিষ্ঠান অংশ নেবে তাদের মধ্যে রয়েছে ন্যাচারাল হ্যান্ডিক্রাফটস, প্রকৃতি, কর দ্য জুট, আর্টিসান সিরামিকস লিমিটেড, আস্ক হ্যান্ডিক্রাফটস লিমিটেড, কনেক্সপো, ক্রিয়েশন, ফার সিরামিকস, মুন্নু সিরামিকস, প্যারাগন সিরামিকস, পিপলস সিরামিকস, সান ট্রেড ও শাইনপুকুর সিরামিকস।

বাংলাদেশ তিন দশকের বেশি সময় ধরে অ্যাম্বিয়েন্টে অংশ নিচ্ছে। ভারতের পর বাংলাদেশই হলো এ প্রদর্শনীতে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রফতানিকারক দেশ, যাদের পণ্য তালিকা অনেক বিস্তৃত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি