ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

অ্যালবিয়নকে ৪-০ গোলে হারাল আর্সেনাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এর মধ্য দিয়ে আসরে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ পেল দলটি।

শনিবার (২ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন আলেকসঁদ লাকাজেত। একবার করে জালের দেখা পান কিয়েরন টিয়ারনি ও বুকায়ো সাকা।

প্রথমার্ধের ২৩ থেকে ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। প্রথমে ডান দিকে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন টিয়ারনি। একটু পর ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতি থেকে ফিরে চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লাকাজেত। ৬০তম মিনিটে নিচু শটে এবং ৬৪তম মিনিটে ভলিতে।

১৭ ম্যাচ থেকে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে ওয়েস্ট ব্রমউইচ। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। আর সমান ৩৩ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিভারপুল শীর্ষে, ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি