অ্যালান স্মিথের জন্মদিন আজ
প্রকাশিত : ১৬:০৯, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:০৯, ২৮ অক্টোবর ২০১৬
অ্যালান স্মিথ। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক মধ্য মাঠের খেলোয়াড়। বর্তমানে নোট কাউন্টি ক্লাবের হয়ে খেলছেন। ১৯৮০ সালের আজকের দিনেসন্ম গ্রহণ করেন অ্যালেন।
অ্যালেন স্মিথ ১৯৮০ সালের ২৮শে অক্টোবর ইংল্যান্ডে লিডসের রথওয়েলে গ্রহণ করেন। ১৮ বছর বয়সে লিডস ক্লাবের হয়ে আনুষ্ঠানিক ফুটবলে যাত্রা শুরু হয় অ্যালান স্মিথের। সে সময় স্ট্রাইকার আর উইংগার হিসেবে খেলতেন তিনি। সে সুবাদেই ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩৮ গোল করেন অ্যালান।
এখানে চুক্তি শেষ হওয়ার পরই ৭ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যালেন। তবে ইনজুরির কারণে প্রথম মৌসুমে বেশ কিছু দিন মাঠে নামা হয়নি এই তারকা মিডফিল্ডারের।
ইনজুরি থেকে যখন মাঠে ফেরার সুযোগ হলো তখন এক মৌসুমে ১০ গোল ঝুলিতে জমা করে দলে জায়গা করে নেন ওয়েইন রুনি আর সাইড লাইনে চলে যেতে হয় অ্যালান স্মিথকে।
পরে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউক্যাসল ইউনাইটেডে খেললেও মাঝে ধার হিসেবে খেলেন মিলটন কেনিসে। ২০১৪-১৫ মৌসুম শুরুর আগ পর্যন্ত এই ক্লাবের সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলেন এই মিডফিল্ডার।
২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যালান। কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অ্যালানকে মধ্য মাঠে খেলার জন্য তৈরী করেন। ১৯৯৯ সাল থেকে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের হয়ে খেলেন তিনি। সে সময়ই ২০০১ সালে জাতীয় দলে ডাক পান এই ইংলিশ তারকা। খেলেন ২০০৭ সাল পর্যন্ত।
আরও পড়ুন