ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

আইএফআইসি ট্রাস্ট বৃত্তি পেল ঢাবির ১৮ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:১৮, ২৩ মার্চ ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ মেধাবী শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট গবেষণা অনুদান ও বৃত্তি-২০১৭ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের গবেষণা অনুদান তুলে দেওয়া হয়।

গবেষণা অনুদানপ্রাপ্তরা হলেন- দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বি এম রাব্বী হোসেন, নুশরাত তাশমিন, সমুদ্রবিজ্ঞান বিভাগের এম এস (২য় সেমিস্টার) এর তাহরীম জান্নাত মৌসুমী, মর্জিনা লীলা, মোঃ ওহিদুজ্জামান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি (৩য় সেমিস্টার) এর মোঃ ইফ্ফাত ফায়েজী, অন্ত বিশ্বাস, মোহাম্মদ ছালে জোনায়েদ মনির, কিবরিয়া আহমেদ, নাহিয়ান আদনান সোহান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শহীদুল ইসলাম, উম্মে জান্নাতুল ফেরদাউস আয়শা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের রূপা খন্দকার, শাহরুখ আনোয়ার, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মোঃ সেলিম উদ্দিন, মোঃ আসিফ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের খাদিজা আক্তার, মনিশা আক্তার মিম। বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, তোমাদের মধ্যে যারা বৃত্তি পেলে সবার মধ্যেই আনন্দের অনুভূতি কাজ করছে। যারা বৃত্তি পায়নি তাদেরকেও এসব অনুষ্ঠানে নিয়ে আসতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি