ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আইন পেশায় দিন দিন বাড়ছে নারীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৮:১০, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে আইন পেশায় দিন দিন বাড়ছে নারীর অংশগ্রহণ। চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম আর একাগ্রতা নিয়ে এ’ পেশায় পুরুষের পাশাপাশি সাফল্যের সাক্ষর রেখে চলেছেন তারা। তবে, কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গি ও পারিবারিক প্রতিবন্ধকতা দূর হলে, নারীর এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মানব সেবার ব্রত নিয়ে শৈশব থেকেই আইন বিষয়ে পড়ার স্বপ্ন দেখতেন শামীমা ফেরদৌস মিলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ¯œাতকোত্তর শেষ করে ১৯৯৪ সালে প্রথম কর্মজীবন শুরু করেন ঢাকা বারে। আট বছর পর ২০০৩ সালে যোগ দেন চট্টগ্রাম জেলা বারে। এরপর, একযুগ ধরে এই চ্যালেঞ্জিং পেশায় নিজের সর্বোচ্চ বিকাশ ঘটাতে দিন-রাত কাজ করে যাচ্ছেন দক্ষতার সাথে। কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গী ও সহযোগিতার এখনো যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন এই আইনজীবী। তবে, এই পেশায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতা অর্জন বেশি জরুরি বলে মনে করেন পেশার সাথে জড়িতরা। নারীদের কর্মদক্ষতার গুণে এ পেশার মান বৃদ্ধির পাশাপাশি তাদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে মনে করছেন সিনিয়র আইনজীবীসহ সংশ্লিষ্টরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পরিসংখ্যান অনুযায়ি, বর্তমানে চট্টগ্রাম বারে কাজ করছেন প্রায় ৮০০ নারী আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি