ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আইপিএলের দশম আসরের নিলামে বাংলাদেশের ৪ ক্রিকেটারকে নেয়নি কোন দলই

প্রকাশিত : ২০:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আইপিএলের দশম আসরের নিলামে বাংলাদেশের ৪ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়কে নেয়নি কোন দলই । বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবার আগে নিলামে ডাকা হয় এনামুল হক বিজয়কে। তবে, তাঁর ব্যাপারে আগ্রহ দেখায়নি কোন দলই। এরপর নিলামে ডাকা হয় বাংলাদেশের আরো তিন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে। এই তিন ক্রিকেটারকেও নেয়নি কোন দল। এবারের নিলামের তালিকায় বাংলাদেশের ছয় জন ক্রিকেটবার রয়েছেন । তবে তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ কে এখনো নিলামে তোলা হয়নি । অন্যদিকে, বিদেশী ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে  সুপারজায়ান্টস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি