ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আইপিএলের সেরা পাঁচে মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৪৮, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেট বিষয়ক শীর্ষ ওয়েবসাইট ক্রিকইনফো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত তিন আসরের পারফর্মেন্স বিবেচনায় সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সেরা বোলারদের পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তিনি আছেন সেরা বোলারদের মধ্যে ৪ নাম্বরে। চার নম্বরে থাকা কাটারা মাস্টারের স্মার্ট ইকনোমি হলো ৬.৩২।

অন্যদের মধ্যে এক নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আসরে খেলা আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তার স্মার্ট ইকনোমি রেট ৫.২৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্মার্ট ইকনোমি ৫.৬৮। তৃতীয় স্থানে থাকা সুনীল নারাইন স্মার্ট ইকনোমি ৬.০৮।  পঞ্চম স্থানে থাকা ক্রুনাল পাণ্ডিয়ার স্মার্ট ইকনোমি ৬.৬১।

সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন এক বছর নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার এবং বাজে ব্যাটসম্যানদের শীর্ষে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

উল্লেখ্য, এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি