ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আইভীর শারীরিক অবস্থার উন্নতি, শীঘ্রই বাড়ি ফিরবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের নিচতলায় আয়োজিত এক সংবাত সম্মেলনে এসব তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ড. বরেণ চক্রবর্তী বলেন, নাসিক মেয়র আইভীর অবস্থার উন্নতি হয়েছে। তিনি যে সমস্যার জন্য এসেছেন, সেটি উন্নতির দিকে।

তিনি বলেন, স্ট্রোকের কারণে মেয়র আইভীর মস্তিস্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল। আমরা গত কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে দেখেছি। সব অবজারভেশনে দেখা যায়, তার অবস্থা উন্নতির দিকে।

আগামীকাল রোববার সকালে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে কেবিনে নিয়ে যাওয়া হবে। মেয়রকে দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকেও রিলিজ দেওয়া হবে।

উল্লেখ্য, নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি