ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৫, ২৯ জানুয়ারি ২০১৮

দি ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেষ্ট কর্পোরেট এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়েছে।

রোববার সন্ধ্যায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ হোটেলের বল রুমে এই এ্যাওয়ার্ড দেওয়া হয়। ১১ ক্যাটাগরিতে ২৭টি কর্পোরেট প্রতিষ্ঠানের স্ব স্ব বার্ষিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই পুরুস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন, ফাইন্যান্সিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তফা আহমেদ।

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আইসিএমএবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেশাগত একটি শিক্ষা প্রতিষ্ঠান।  কর্পোরেট কোম্পানিগুলোর কাজের মান বৃদ্ধিতে পুরস্কার সহায়ক ভূমিকা পালন করবে। তাছাড়া দেশের অর্থনীতির স্বাভাবিক গতিধারা বজায় রাখতে শীর্ষ এ আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রশংসনীয় অবদান রাখছে। আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করি। 

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক

প্রথম পুরস্কার লাভ করেন ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় স্থান ইষ্টার্ণ ব্যাংক, তৃতীয় স্থান সিটি ব্যাংক লিমিটেড।

 

বেসরকারি কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক)

প্রথম স্থান ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্বিতীয় স্থান আল আরাফা ইসলামি ব্যাংক, তৃতীয় স্থান সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড।

জাতীয় কর্মাশিয়াল ব্যাংক

জনতা ব্যাংক লিমিটেড

আর্থিক প্রতিষ্ঠান প্রথম স্থান আইডিএলসি, দ্বিতীয় স্থান লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, তৃতীয় স্থান ডেলটা হাউজিং ফাইন্যান্স।

জেনারেল ইনসিওরেন্স ক্যাটাগরিতে ১ম স্থান গ্রীন ডেলটা ইনসিওরেন্স ২য় স্থান  রিয়ালান্স ইনসিওরেন্স লিমিটেড, ৩য় স্থান অগ্রণী ইনসিওরেন্স লিমিটেড।

সিমেন্ট মেনফেকচার প্রথম স্থান প্রিমিয়াম সিমেন্ট, ২য় স্থান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড,৩য় স্থান এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

টেক্সাইল ম্যানেফেকচারিং ১ম স্থান অর্জন করেন এনভয় টেক্সাইল লিমিটেড,২য় স্থান রহিম টেক্সাইল মিলস লিমিটেড,৩য় স্থান- এইচ আর টেক্সাইল মিলস লিমিটেড

ফার্মাসিউটিক্যালস ম্যানোফেকসার খাতে প্রথম স্থান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২য় স্থান বেস্কিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ম্যানোফেকসারিং (অন্যান্য)

১ম স্থান ব্রিটিশ আমেরিকান টবাকো বাংলাদেশ , ২য় স্থান লিনদো বাংলাদেশ লিমিটেড,৩য় স্থান গোল্ডেন হারভেষ্ট এগ্রো ইন্ডাট্রিজ লিমিটেড

বিদ্যুৎ খাত

১ম স্থান  সামিট পাওয়ার লিমিটেড

২য় স্থান বারাকাত পাওয়ার

অন্যান্য

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিএমএবির প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, কর্পোরেট অ্যাওয়ার্ড ও ব্রান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী নেওয়াজ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি