ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আওয়ামী লীগের কাউন্সিলে থাকছেন তরুণ নেতারাও

প্রকাশিত : ১০:২৪, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:২৪, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এবারের কাউন্সিলে প্রবীণদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক তরুণ নেতার স্থান দিয়েছে আওয়ামী লীগ। অভিজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচন, রাজনীতিতে ত্যাগ ও বিচক্ষণতা বিবেচনা করেই সাজানো হয়েছে বৃহত্তর দলটির ফুলের বাগান। বহুবিচিত্র কারণেই আওয়ামী লীগের এবারের সম্মেলন ছিল যেমন ঘটনাবহুল তেমনি রাজনৈতিক সুদূরপ্রসারী। কেননা কার ভাগ্যে জুটছে দলের কোন দায়িত্ব তা কাউন্সিলের আগে ঠাহর করাটা ছিল বেশ কঠিন। সবমিলে কমিটি গঠনের পর অনেকের অনুমানই ভ্রান্ত প্রমাণ হয়েছে। প্রকারান্তরে নেতৃত্বের তালিকায় উঠে এসেছে অপেক্ষাকৃত তরুণদের একটি অংশের নাম। আর তাদের মুখেই শোনা গেল আগামী দিনে দল ও জাতি গঠনে প্রত্যয়দীপ্ত বাসনা আর স্বপ্নের কথা। অভিজ্ঞরা বলছেন, বাগান সাজাতে সব ধরণের ফুলই আবশ্যক। এবারের কমিটিতে তার ব্যত্যয় ঘটেনি। ভবিষ্যতের সম্মেলন আর কাউন্সিল হবে আরও চমকপ্রদ আরও বর্ণিল-এমন ইঙ্গিতও দিলেন দলের অন্যতম এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি