ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ

প্রকাশিত : ২০:২২, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২২, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে ঘিরে চট্টগ্রামে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সৎ, দক্ষ এবং পরীক্ষিত নেতৃত্ব দলের দায়িত্বে আসবেন বলে মনে করছেন চট্টগ্রামের নেতারা। আ্ধসঢ়;ওয়ামীলীগের জাতীয় কাউন্সিলকে কেন্দ্র চট্টগ্রামের বিভিন্ন সড়ক এবং মোড়ে বর্ণিল সাজের সমারোহ। সক্রিয় হয়ে উঠেছেন নেতা-কর্মীরা। দলের ২০তম জাতীয় কাউন্সিলকে ঘিরে স্বপ্নের দানা বাধতে শুরু করেছে নেতা কর্মীদের মধ্যে। কাউন্সিলের আমেজ ছড়িয়ে দিতে নানা পরিকল্পনার কথা জানালেন মহানগর আওয়ামীলীগ নেতারা। গঠনতন্ত্র অনুযায়ী ১৯৮জন কাউন্সিলর ছাড়াও এবার বিপুল সংখ্যক ডেলিগেট অংশ নিবে জাতীয় কাউন্সিলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দলকে এই কাউন্সিলের মাধ্যমে ঢেলে সাজানো হবে বলে মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন-প্রবীনের সমন্বয়ে দলকে নতুনকে সাজানো হবে এমনটাই প্রত্যাশা দলীয় নেতা-কর্মীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি