ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এশিয়া কাপ

আকরামের ফেভারিট ভারত, গাভাস্কারের পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এশিয়া কাপের দিকে। আজ মুখোমুখি হবে চিরোপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। উত্তেজনা দুই দলের সমর্থকদের মধ্যে। বসে নেই সিনিয়র তারকারাও। এবারের এশিয়া কাপে ফেভারিট দল কোনটি তা নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার।

এক সময় তারা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এখন তারা দুজনেই বন্ধু। কমেন্ট্রি বক্স হোক বা ২২ গজ এখন আর কোনও লড়াই-ই নেই তাদের। বলা যেতে পারে তারা এখন ক্রিকেট সতীর্থ।

এবারের এশিয়া কাপের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ওয়াসিম আকরাম বলছেন, ‘খাতা কলমে এগিয়ে ভারত’।

আর গাভাস্কারের কথায়, ‘গতবারের হার (চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল) মনে শঙ্কা তৈরি করেছে। তাই ‘ভারতই জিতবে’– এই কথাটা জোর দিয়ে বলতে পারছি না।

পাকিস্তানকেই ফেভারিট মানছেন সুনীল গাভাস্কার। একই সঙ্গে এই সিরিজে বিরাট কোহলির অনুপস্থিতিকেও ভারতের জন্য ‘সঙ্কটময়’ বলে মনে করছেন তিনি।

তিনি জানিয়েছেন, ‘বিরাটের না থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা একেবারেই নির্বাচকদের সিদ্ধান্ত। হয়ত বিরাট নিজেও বিশ্রাম নিতে চেয়েছে। শারীরিক ক্লান্তির থেকেও মানসিক ক্লান্তির কথা ভেবেই হয়ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডে যা হল, তারপর বিরাটকে বিশ্রাম দিয়ে বিষয়টাকে লঘু করে দেওয়াই হয়ত তাদের কাছে শ্রেয় মনে হয়েছে।’

অন্যদিকে, ওয়াসিম আকরাম মনে করেন, বিরাট না থাকায় সুবিধা পাবে পাকিস্তানি বোলাররা। তার বক্তব্য, ‘যখন গাভাস্কার, আজহার, শচিন খেলত না, আমি আত্মবিশ্বাসের শৃঙ্গে থাকতাম। আমার মনে হয়, বিরাট না থাকায় একই রকমভাবে আত্মবিশ্বাসী হবে পাকিস্তানি বোলাররা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি