ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

আকর্ষণীয় ছাড়ে জমে উঠেছে পর্যটন মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৪২, ২৪ মার্চ ২০১৮

দেশ-বিদেশে ভ্রমণের বিভিন্ন প্যাকেজ ও আকর্ষণীয় ছাড় নিয়ে জমে উঠেছে পর্যটন মেলা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা বৃহস্পতিবার শুরু হয়। মেলার শেষ দিন আজ শনিবার। ছুটির দিন হওয়ায় ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর বিভিন্ন স্টল। কেউ আসেন একা, কেউবা সঙ্গে নিয়ে আসেন পরিবারের সদস্যদের। জেনে নিচ্ছেন বিভিন্ন অফার ও প্যাকেজের কথা। আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজে নিজেদের পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগটাও লুফে নিতে আসছে অনেকেই। কেউ কেউ বুকিং দিচ্ছি।

মেলাতে দেশ বা দে‌শের বাই‌রে ভ্রম‌ণের লোভনীয় অফার দি‌চ্ছে দে‌শের উ‌ড়োজাহাজ কোম্পা‌নিগু‌লো। মেলাতে ন‌ভোএয়া‌রে এক হাজার ৭৭৭ টাকা কি‌স্তি‌তে মিল‌ছে কক্সবাজার ভ্রম‌ণের টি‌কিট। ছয় মা‌সের কি‌স্তি‌তে অফা‌রে রয়ে‌ছে কক্সবাজা‌রে বিলাসবহুল হো‌টেল সু‌বিধাসহ সকা‌লের নাস্তা ও তিন রাত দুদিন থাকার সুব্যবস্থা। এজন্য জনপ্র‌তি ছয় মা‌সে দি‌তে হ‌বে (১৭৭৭×৬) অর্থাৎ ১০ হাজার ৬৬২ টাকা। আর কলকাতায়
দুই হাজার ৮৮৮ টাকা মা‌সিক কি‌স্তি‌তে এয়ার টিকিট, হো‌টেলে থাকার ব্যবস্থাও কর‌ছে ন‌ভোএয়ার। ছয় মা‌সের সমান কি‌স্তি‌তে জনপ্র‌তি খরচ হ‌বে (২৮৮৮×৬) অর্থাৎ ১৭ হাজার ৩২৮ টাকা।

এদিকে দরজায় কড়া নাড়ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের ২১তম আসর এবার অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ায়। আর সে সময় রাশিয়া ঘুরে আসার নানা ট্যুর প্যাকেজ-অফার নিয়ে মেলাতে আসছে মাউন্টেইন ক্লাব ট্যুরস। বিশ্বকাপের সময় ছয় দিন পাঁচ রাতে রাশিয়া ঘুরে আসার প্যাকেজ দিচ্ছে মাউন্টেইন ক্লাব ট্যুরস। দুই লাখ ৯৬ হাজার ৫০০ টাকার এই প্যাকেজে এয়ার টিকিট, পাঁচ দিন ছয় রাত হোটেলে থাকা, পাঁচটি ব্রেকফাস্ট, ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ টিকিট, ট্রান্সপোর্ট, পাঁচ ডিনার, এক লাঞ্চ, ভিসা কেন্দ্রীক সহযোগিতাসহ নানা সেবা নিয়ে এই প্যাকেজটি।

মাউন্টেইন ক্লাব ট্যুরসের নির্বাহী(ভিসা) মিনহাজ উদ্দীন একুশে টিভি অনলাইনকে বলেন, যেহেতু আগামীতে ফুটবল বিশ্বকাপ রাশিয়ার তাই রাশিয়ায় ভ্রমণ প্যাকেজে মানুষের অনেক আগ্রহ আছে। মানুষের ভ্রমণ চাহিদা মাথায় রেখে আমরা এ প্যাকেজের ব্যবস্থা রেখেছি। এ মেলা উপলক্ষ্যে নির্দিষ্ট রুটে ২০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশের ট্যুর ডেভলপমেন্ট অ্যান্ড বিমান হলিডেসের অফিসার ইনচার্জ এ এফ এম আনিসুর রহমান একুশে টিভি অনলাইনকে বলেন, মেলা উপলক্ষে নির্ধারিত রুটে আমাদের এখানে নির্দিষ্ট রুটে ২০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা, কাটমান্ডু, ইয়াঙ্গুন, ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুর।
এছাড়া বিমান হলিডেস নামক একটি সেবার মাধ্যেমে ভিসা সংক্রান্ত সেবা, হোটেল বুকিং, হোলিডে প্যাকেজ, মেডিকেল ট্যুরিজম, পিক অ্যান্ড ড্রপ সার্ভিসসহ নানা সেবা পাওয়া যাবে এক ছাতার নিচে। এছাড়া বিমান লোয়ালেটি ক্লাবের সদস্যদের যাত্রা বিবেচনায় গ্রিন, সিলভার ও গোল্ড নামক কার্ড দেওয়া হচ্ছে যার মাধ্যেমে বিমান বাংলাদেশের বিভিন্ন ধরণের সেবা পাবেন যাত্রীরা।


ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্ত‌রীণ ও বিদেশ ভ্রমণে এয়ার টি‌কি‌টে দি‌চ্ছে ১০ থে‌কে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এরম‌ধ্যে ঢাকা-‌সিঙ্গাপুর-ঢাকা এয়ার টি‌কি‌টে ২৫ শতাংশ, কুয়ালালামপুরে ২০ শতাংশ, কলকাতায় ১০ শতাংশ, চট্টগ্রাম থে‌কে কলকাতায় গে‌লে ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ সব রু‌টের এয়ার টি‌কি‌টে ১০ শতাংশ ছাড়। রি‌জেন্টেরও রয়েছে আকর্ষণীয় প্যা‌কেজ।

একসাই‌টিং হলিডে প্যা‌কেজ না‌মে বেশ ক‌য়েক‌টি আকর্ষণীয় অফার র‌য়ে‌ছে রি‌জে‌ন্টে। এরম‌ধ্যে পাঁচ দিন চার রাত ব্যাংকক-ফু‌কেটে হো‌টেলসহ এয়ার টি‌কিট মাত্র ৪১ হাজার ৫০০ টাকা, আর ব্যাংকক পাতায় একই অফার মিল‌বে ২৭ হাজার ৯০০ টাকায়। ত‌বে কমপ‌ক্ষে দুজন হ‌তে হ‌বে।


আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশসহ ৪৮টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের সেবা প্রদর্শন করা হচ্ছে। আজ শেষ দিন হওয়ায় মেলাতে ভিড় বাড়বে। প্রবেশ কুপনের ওপর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ে বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রীযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি