ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

আকাশ ক্যাশব্যাফ অফার পেলেন আরও ৪ গ্রাহক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ২৯ জানুয়ারি ২০২০

আকাশ ক্যাশব্যাফ অফার পেলেন ৪ গ্রাহক

আকাশ ক্যাশব্যাফ অফার পেলেন ৪ গ্রাহক

Ekushey Television Ltd.

চলতি জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহে নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে ক্যাশব্যাক অফার পেলেন আরও চার গ্রাহক। ক্যাশব্যাক অফারের আওতায় এ পর্যন্ত তিন সপ্তাহে ১২ জন গ্রাহকের হাতে চার লাখ টাকা হস্তান্তর করেছে আকাশ ডিটিএইচ। 

প্রথম পুরস্কার এক লাখ টাকাসহ পৃথক চারটি অফারের পুরস্কার আজ মঙ্গলবার গ্রাহকদের হাতে তুলে দিয়েছে দেশের একমাত্র ডিটিএইচ সেবা প্রদানকারী বেক্সিমকো কমিউনিকেশন্স’র আকাশ।

ক্যাশব্যাক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা হলেন- যথাক্রমে ময়মনসিংহের মো. জাহাঙ্গির আলম, ঢাকার আহসান উদ্দিন আহমেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জের অমিত ঘোষ। তারা যথাক্রমে এক লাখ, বিশ হাজার এবং দশ হাজার টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। 

রাজধানীর গুলশানে আকাশ ডিটিএইচের প্রধান কার্যালয়ে তৃতীয় সপ্তাহের এ তিন বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। চতুর্থ বিজয়ী আকাশের আঞ্চলিক বিতরণ কেন্দ্র থেকে পুরস্কার গ্রহণ করেন। 

চলতি মাসে গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার ক্যাম্পেইন চালু করেছে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ। প্রতি সপ্তাহে কুইজের সঠিক উত্তর দিয়ে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী প্রতি সপ্তাহের প্রথম বিজয়ী গ্রাহক ১ লাখ টাকা পুরস্কার পাবেন। 

জানুয়ারিতে নতুন আকাশ ডিটিএইচের সংযোগ এবং আকাশ অ্যাকাউন্টে রিচার্জ করার পর ‘জানুয়ারি ক্যাশ ব্যাক ক্যাম্পেইনে’ অংশগ্রহণ করতে পারবেন গ্রাহকরা। কুইজে অংশ নিতে- এসএমএস এর মাধ্যমে পাঠানো নির্দিষ্ট নম্বরে মিস কল দিতে হবে। সঠিক উত্তরদাতা আকাশ অ্যাকাউন্টে ১০০ টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক পাবেন। যিনি যত দ্রুত প্রশ্নের উত্তর দেবেন, তিনি তত বেশি এগিয়ে থাকা বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। প্রতি সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে চারজনকে জনকে যথাক্রমে ১ লাখ টাকা, ২০ হাজার, ১০ হাজার এবং ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি