ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আগমীকাল ৩ পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন

প্রকাশিত : ১৮:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সংশোধিত পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবীতে রোববার তিন পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন। হরতালের সমর্থনে শনিবার সকালে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ হরতালের ঘোষণা দেন। রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য ভূমি কমিশনের বৈঠক বাতিল করে সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবী জানান বক্তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার। এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদসহ ৫ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি