ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ২৭শে মে

প্রকাশিত : ১৪:২১, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৪:২১, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

Indo-Banglaআগামী ২৭শে মে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রেলওয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, শিলং থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। ২০১০ সালের জানুয়ারিতে নয়াদিল্লি সফরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই ৯শ’ ৬৮ কোটি রুপির এ প্রকল্প চূড়ান্ত হয়। নতুন এ প্রকল্পের ফলে আগরতলা ও কলকাতার দূরত্ব তিন ভাগের এক ভাগে নেমে আসবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি