ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

আগামী নির্বাচন হবে ৪৭’র সাথে ৭১’র লড়াই: সেতু মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৭

দেশে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয় তখন বিএনপি চুপ করে থাকে। এটি নিয়ে তারা কোন শব্দ করে না। আপনারা (বিএনপি) কী আওয়াজ করতে লজ্জা পান? যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের নীরবতার জবাব জনগণ আগামী নির্বাচনে দিবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় যাদুঘরে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি আায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ৪৭’র চেতনা ধারণ করছে। আর জনগণ ৭১’র চেতনায় বিশ্বাস করে। আগামী নির্বাচন হবে ৪৭’র সাথে ৭১’র লড়াই।
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের সাথে পাকিস্তানের শাসন ব্যবস্থার তুলনা করার জবাবে সড়ক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
উল্লেখ্য, ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্থান আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্থানের শোষণের বিরুদ্ধে লড়াই করে ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি