ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৭:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিজ জিতে মান বাঁচানোর লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। শেষ এ ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী টাইগাররা। তবে, ছাড় দিতে নারাজ সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের কষ্টাজির্ত জয়। ক্রিকেট প্রেমিদের প্রত্যাশা ছিল দ্বিতীয় ম্যাচে দারুণ নৈপুন্য দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি ওয়ানডেতে শততম জয়ের মাইলফলক ছুঁতে পারবে মাশরাফি বাহিনী। কিন্তু সবাইকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয় ওয়ানডেতে লজ্জাজনক হার। আগের দুই ম্যাচকে অবশ্য অতীত হিসেবেই দেখছেন মাশরাফি। প্রথম দুই ম্যাচের ভুলত্রুটি শুধরে শেষ ম্যচে জয় ছাড়া কিছুই ভাবছেনা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেব আফগানদের সমীহ করলেও নিজেদের উজাড় করে সিরিজ জয়ের ঘোষণা দিলেন বাংলাদেশ দলপতি। এদিকে, দ্বিতীয় ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আফগানিস্তান। শক্তির বিচারে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানরা। তবে, আত্মতুষ্টিতে না ভেসে শেষ ম্যাচেও জয়ে চোখ তাদের-এমনই আভাস দিলেন তরুন বাঁহাতি ব্যাটসম্যান হাশমত উল্লাহ। ওয়ানডেতে এর  আগে চার মোকাবেলায় দুই দলই দুইবার করে জয়ের স্বাদ পেয়েে
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি