ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

আগামীকাল জেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত : ১৮:৫২, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৭, ২৮ ডিসেম্বর ২০১৬

আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। ভোটের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালট বাক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পৌছেছে কেন্দ্রগুলোতে। তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সারাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রশাসনিক ব্যবস্থা পেতে যাচ্ছে জেলাগুলো। যদিও ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বাকি ৩৯ জেলায় শেষ মুহুর্তের নির্বাচনের উত্তাপ। তবে নির্বাচনের আওতায় নেই পার্বত্য ৩ জেলা। প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। এ নির্বাচনের ভোটার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা। এ নির্বাচন নিয়ে তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী জেলাগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রগুলোতে পৌছানো হয়েছে ব্যালট বাক্স ও সরঞ্জাম। বুধবার সকাল ৮ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। জেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আসা নতুন প্রশাসনিক কাঠামোর ফলে সার্বিক উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি