ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

আগামীকাল দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ১৭তম সম্মেলন

প্রকাশিত : ১৯:০৯, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ৩ অক্টোবর ২০১৬

আগামী কাল থেকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ১৭তম সম্মেলন। সোমবার দুপুরে রাজধানীর রমনার আইইবি ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের আয়োজনে এবারের সম্মেলনে সার্কভুক্ত দেশ ও ইরানসহ মোট ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সরকারি বেসরকারি সংস্থার মোট ১০০জন প্রতিনিধি অংশ নিবেন। ৩দিন ব্যাপি অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বমোট ১১টি সেশন অনুষ্ঠিত হবে। এতে ব্রডব্যান্ড  নেটওয়ার্ক, তরঙ্গ নিয়ন্ত্রণ, ইন্টারনেট অব থিংকস, পঞ্চম প্রজন্মের মোবাইল সেবা ক্ষেত্রে কর্মকৌশলসহ বিভিন্ন সেবা নিয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর শাহজানান মাহমুদ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি