ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান

প্রকাশিত : ১৯:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫০, ২৮ মার্চ ২০১৭

সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির এ ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ । আফগানিস্তানের কন্ঠেও লড়াইয়ের সুর। প্রায় এক বছরের বিরতির পর আবারো ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তবে এটাকে খুব বড় করে দেখছেন না টাইগার কোচ হাথুরু সিংহে। তবে প্রথম ম্যাচের প্রথম সেশনটা খুব গুুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। দলে তিন পেসার নিয়ে খেলা অনেকটাই নিশ্চিত। এর বাইরে স্পিনার তাইজুলের সাথে অভিষেক হতে পারে মোসাদ্দেকের। সে ক্ষেত্রে একাদশের বাইরে থাকতে হতে পারে নাসিরকে। আর তামিমের সাথে ওপেন করার কথা সৌম্য সরকারের। এদিকে মোস্তাফিজের অভাবটা ফিল করবেন বলে স্বিকার করলেন অধিনায়ক মাশরাফি। তবে তাসকিন, রুবেল ও সফিউলের সমন্নয়ে পেস আক্রমণে আস্থা আছে তার । টেস্ট প্লেইং দেশের বিপক্ষে সিরিজ খেলতে পেরে খুশি আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচের জয় আত্মবিস্বাস বাড়িয়েছে তাদের। উপমহাদেশের স্পিনের কথা মাথায় রেখে দুইজন লেগ স্পিনার অর্ন্তভুক্ত করেছে আফগানরা। কোন ছাড় নয় জয়ের জন্যই মাঠে নামবে বলে জানা অধিনায়ক আজগার স্ট্যানিকজাই। আবহাওয়ার কথা মাথায় রেখে খেলায় রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হলে পরের দিন যে অবস্থায় বন্ধ হয়েছে সে অবস্থা থেকে আবারো শুরু হবে। দুই দিনে ফলাফল না হলে খেলা পরিত্যক্ত হয়ে যাবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি