ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

আজ আন্তর্জাতিক রক্তদাতা দিবস

প্রকাশিত : ১১:১৭, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১১:১৭, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

আজ আন্তর্জাতিক রক্তদাতা দিবস। জরুরী প্রয়োজনে হাতের নাগালে রক্তের চাহিদা যোগাতে বিশ্বব্যাপি জনপ্রিয় হয়ে উঠছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। নানা সংক্রমক, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প এমনকি যুদ্ধ, নানাভাবে প্রতিনিয়ত মারা যায় মানুষ। অন্যের ‘রক্ত’ এ সকল মৃত্যুপথ যাত্রীকে বাঁচায়। বিশেষজ্ঞরা বলছেন, সেচ্ছায় রক্তদান ভালো পদক্ষেপ হলেও সচেতন থাকতে হবে উভয়পক্ষকেই। বিশ্বে প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্তের চাহিদার সিংকভাগ পূরণ হয় সেচ্ছায় রক্ত দাতাদের কাছ থেকে। জরুরী প্রয়োজনে রক্তের উৎস হিসেবে মানুষ এখনো স্বজন, বন্ধু কিংবা পেশাদার বিক্রেতাদের শরণাপন্ন হন। অথচ, চিকিৎসকদের মতে নিরাপদ রক্তের মূল ভিত্তি স্বেচ্ছায় ও বিনামূল্যে পাওয়া রক্ত। আর এ লক্ষ্যেই পালিত হয়ে আসছে বিশ্ব রক্তদাতা দিবস। দেশে এমন অনেক সংগঠনই আছে যারা বিনা মূল্যে রক্ত সংগ্রহ করে থাকে। তাতে উপকৃত হয় রোগি আর তাদের স্বজনরা। আর রক্ত দানের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে নিরাপদ রক্ত গ্রহন কিংবা প্রদানের। সাধারণত যারা রক্ত দিতে পারবেন: ১.    শারীরিক ও মানসিক ভাবে সুস্থ্য ব্যক্তি রক্ত দিতে পারবেন ২.    রক্ত দাতার বয়স ১৮-৬০ হতে হবে ৩.    রক্তে হিমোগ্লোবিন-এর পরিমান স্বাভাবিক থাকতে হবে ৪.    ওজন ৪৫ কেজির বেশি হতে হবে আর যারা রক্ত দিতে পারবেন না: ১.ক্যান্সারের রোগি ২.মাদকাসক্ত ৩.হিমেফিলিয়ার রোগি ৪.গর্ভবতি মহিলা ৫.এইচ আই ভি পজেটিভ রোগি চিকিৎসকরা বলছেন সুস্থ্য থাকতে ও অন্যকে সুস্থ্য রাখতে রক্ত দান খুবই সহায়ক ভূমিকা রাখে। রক্তদান নিয়ে কুসংস্কার কাটিয়ে উঠতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি