ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আজ জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:২১, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১০:২১, ২৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আজ থেকে শুরু হচ্ছে চারদিনের জেলা প্রশাসক সম্মেলন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনে সন্ত্রাস ও উগ্রবাদী তৎপরতা বন্ধে জেলা প্রশাসকদের আরো সর্তক থাকার পরামর্শ দেয়া হবে। এছাড়া বিভাগ ও জেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিকে আরো কার্যকর হওয়ার জন্য আহ্বান জানানো হবে। একই সাথে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটিগুলোকেও তৎপর হতে নির্দেশনা দেয়া হবে। সম্মেলনে ২২টি অধিবেশনের জন্য এরইমধ্যে ৩৩৬টি প্রস্তাব জমা দিয়েছেন জেলা প্রশাসকরা। এবার নতুন করে যুক্ত হচ্ছে ‘ইনোভেশন সামিট’ অধিবেশন। ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলনে মাঠ পর্যায়ের উদ্ভাবন তুলে ধরা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি