ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

আজ ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চলতি শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা চলবে।

এবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এক হাজার ৯৩২ আসনের বিপরীতে ২৫ হাজার ১১৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বিকেল থেকে সারাদেশে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্নিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি