ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:২৯, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

আজ থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে। গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেওয়া হয়েছিল।

জানা গেছে, আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি-জেডিসি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতেই কোচিং সেন্টার বন্ধ রাখা হচ্ছে।

এর আগে এ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। অতীতে দেখা গেছে, কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান।

আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।

মন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস বা কোনো প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সব গোয়েন্দা সংস্থার তীক্ষষ্ট নজরদারি রয়েছে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কাজেই যাকে ধরা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা কোচিং বাণিজ্যের লাগাম যতদূর সম্ভব পুরোপুরি টেনে না ধরতে পারা পর্যন্ত আমাদের এ ব্যবস্থা নিতেই হচ্ছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি