ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আজ নবান্ন উৎসব

প্রকাশিত : ০৯:৩৩, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৬, ১৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুল তলায় বর্নাঢ্য আয়োজনে চলছে নবান্ন উৎসব। অগ্রহায়নের প্রথম প্রহরে গ্রাম বাংলায় নতুন ধান ঘরে তুলার আনন্দ নাগরিক জীবনে ছড়িয়ে দিতেই পালিত হয় এই উৎসবটি। আবহমান বাংলার চিরসবুজ সব গানে মঞ্চ মাতিয়ে শুরু হয় দিনব্যাপী এই উৎসবের। শুরুতে বাঁশি, দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজকরা। নবান্ন উৎসব আরো বড় পরিসরে আয়োজনের পাশাপাশি দিনটিকে সরকারি ছুটি ঘোষণারও দাবি জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি