ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আজ বিশ্ব মা দিবস

প্রকাশিত : ১১:৫৩, ৮ মে ২০১৬ | আপডেট: ১১:৫৩, ৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

আজ বিশ্ব মা দিবস। জন্ম থেকে শুরু করে সন্তানের বেড়ে উঠার সব স্তরে মায়ের ভূমিকা বেশি। অথচ নারী হিসেবে সেই মায়েদের বেশীর ভাগই থাকেন অবহেলায়। এখনও অনেক প্রতিষ্ঠানে নেই মাতৃত্বকালীন ছুটি। জন্মের পর বেড়ে উঠার প্রতিটি ধাপে মায়ের মমতা সন্তানের জন্য। মায়ের বিকল্প শুধুই মা। ১৫ সন্তানের জননী ৭৫ বছর বয়সী পাবনার আবিদা খাতুন। স্বামী ব্যবসায় ব্যস্ত থাকলেও সবাইকে শিক্ষিত এবং সু প্রতিষ্ঠিত করেছেন তিনি। মার্কিন সেনাবাহিনী, বৃটেন-অষ্ট্রেলিয়ার পরিকল্পনা বিভাগ, এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভাগেও রয়েছেন আবিদা খাতুনের সন্তানরা। এত কষ্ট, আদর যতেœ গড়া সন্তানদের কাছে কিছুই চাওয়ার নেই মায়ের। মায়েরা বোধ হয় এমনই হয়। আবিদার মেয়ে অধ্যাপক বিলকিস নাহারও মা। তবে নিজের মাকেই উপরে রাখতে চান মা হিসেবে। গবেষনা প্রতিষ্ঠান সিপিডি বলছে, সন্তানকে গড়ে তোলাসহ পরিবারে মায়ের ভূমিকা অর্থনৈতিকভাবে বিচার করা যায় না। মায়েদের জন্য ডে কেয়ার সেন্টারসহ নানা সুবিধার দাবী জানান এই গবেষক। বৃদ্ধাশ্রম নয়, সন্তানের সাথে রাখা হলে মায়ের কষ্টের কিছুটা প্রতিদান হতে পারে বলে মনে মত মায়েদের। বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি বিনয়, শ্রদ্ধা ও ভালবাসা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি