আজ রাত ১২টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম
প্রকাশিত : ১১:১৬, ২৮ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। একই গ্রুপের পানামা ও তিউনিসিয়ার ম্যাচটি একই সময় শুরু হবে মোর্দোভিয়া স্টেডিয়ামে।
জি গ্রুপ থেকে নান্দনিক ফুটবল খেলে প্রথম ম্যাচে তিউনেসিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ইংলিশরা। আজকের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় অধিনায়ক হ্যারি কেইন।
বেলজিয়ামও এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে পানামাকে ৩-০ ও দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মিডফিল্ডার মারুয়াইন ফারেলি।
এখন পর্যন্ত সর্বমোট ৬ বারের লড়াইয়ে বেলজিয়ামের জয় নেই একটিও। ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড। আর বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে মোর্দোভিয়া স্টেডিয়ামে একই সময় নিয়মরক্ষার ম্যাচে লড়বে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া তিউনেসিয়া ও পানামা।