ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আজ শুভ মহালয়া

প্রকাশিত : ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শুভ মহালয়া আজ। দেবিপক্ষের সুচনার সাথে শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্নেরও শুরু আজ থেকে। রাজধানীর মন্দিরগুলোতে চন্ডিপাঠ, পুজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে মায়ের আগমনের উৎসব। দেশ, জাতি আর স্বজনদের মঙ্গল কামনায় দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। আশ্বিনের কৃষ্ণপক্ষই মহালয়া। অশুভ শক্তির বিনাশ করতে দেবতাদের তেজরশ্মি থেকে মহালয়ার ঘোর অমাবস্যায় আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়া লগ্নেই দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন দেব-দেবীরা। শঙ্খের মঙ্গল ধ্বনি আর মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ অন্যান্য মন্দিরে আবাহন দুর্গতিনাশিনী দেবীর। মাতৃরৃপে, শক্তিরুপে, মহামায়ারূপে, আবির্ভুত হতে চন্ডিপাঠ আর স্ত্রোত সংগীতে দেবীকে আহ্বান জানান ভক্তরা। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এদিন শ্রাদ্ধ দিয়ে পীন্ডদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। বনানী মাঠে মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেবী দুর্গা এবারে মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায় চড়ে। ভক্তদের বিশ্বাস এবারের দূর্গার আগমন শুভ হবে না পৃথিবীর জন্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি