আজ শ্মশান দিপালী উৎসব
প্রকাশিত : ১৭:৪৭, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২৮ অক্টোবর ২০১৬
সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দিপালী উৎসব আজ। প্রায় দেড়শো বছরের পুরোনো বরিশাল মহাশ্মশানে প্রতিবারের ন্যায় এবারও হবে এই উৎসব। হারানো স্বজনদের স্মরণের অনুষ্ঠানকে ঘিরে সন্ধ্যা থেকে শুরু হবে এই আয়োজন।
সনাতন ধর্মমতে, প্রতি বছর ভূত চতুর্দশী পূণ্য তিথিতে অনুষ্ঠিত হয় শ্মশান দিপালী উৎসব। সমাধিতে দীপ জ্বালিয়ে, কিংবা প্রিয় হারানো মানুষের পছন্দের খাবারের পসরা সাজিয়ে বসা হয় প্রার্থনায়। গভীরভাবে স্মরণ করা হয় প্রিয় মানুষটিকে।
বরিশালের পুরোনো মহাশশ্মানে দিপালী উৎসবের সব প্রস্তুতি শেষ। প্রায় আট একর জমির ওপর প্রতিষ্ঠিত শ্মশানের অবস্থান বরিশাল শহরে কাউনিয়ায়। মৃত মানুষের শেষকৃত্য করা হয় এখানে উনবিংশ শতাব্দির শুরু থেকেই।
শ্মশান কমিটি জানায়, এরি মধ্যে স্বজন বিহীন ৫’শ সমাধিতে তাদের পক্ষ থেকে রং করে নতুন ফলক দেয়া হয়েছে। উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন হবে এমনি প্রত্যাশা তাদের।
সন্ধ্যায় প্রদীপের আলোতে আলোকময় হবে শ্মশানসহ পুরো এলাকা। মৃতদের স্বজনরা ছাড়াও আসবেন হাজারো দর্শনার্থী।
আরও পড়ুন