ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আজ সকাল ১০টায় ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড

প্রকাশিত : ০৯:৩৯, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৩৯, ২৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে আজ সকাল ১০টায় ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিলো ৮ উইকেট হারিয়ে ২২৮ রান। ২৭৩ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন বেন স্টোকস। আর ৪৭ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট ব্যাট থেকে। ১১ রানে ক্রিস ওয়াকস ও ১০ রানে অপরাজিত রয়েছেন ব্রড। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরাআগে, তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি