ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

আজই মুগাবের অভিশংসন প্রক্রিয়া শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২১ নভেম্বর ২০১৭

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে আজ মঙ্গলবারই অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে পার্লামেন্ট অভিশংসন আনা হবে বলে জানা গেছে।

পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি চব্বিশ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল সোমবার সেই সময় শেষ হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট এমারসন এমন্যাঙ্গাগুয়া বলেন, অভিসংশনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বড়জোর দুই দিনের মত লাগতে পারে। অর্থাৎ বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং এমন্যাঙ্গাগুয়া। এরই ধারাবাহিকতায় একপর্যায়ে নিজের স্ত্রীর পক্ষ সমর্থন করেন মুগাবে এবং এমন্যাঙ্গাগুয়াকে চাকরিচ্যুত করেন। আর এই ঘটনার পরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

এরপর ৯৩ বছর বয়সী মুগাবে ব্যাপক চাপের মাঝেও ক্ষমতা ছাড়ছেন না বলে জানিয়েছিলেন।

সূত্র : বিবিসি

/ এমআর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি