ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আটকাপড়া থাই ফুটবলারদের আবেগঘন চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের আটকাপড়া কিশোর ফুটবলাররা এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। এরইমধ্যে তাদের উদ্ধার করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন নৌবাহিনীর সাবেক এক ডুবুরি।

দুই সপ্তাহ ধরে থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া কিশোররা তাদের পরিবারের কাছে হাতে লেখা চিঠি পাঠিয়েছে। চিঠিগুলোতে ছিল আবেগ, পরিবারের সদস্যদের দেখতে চাওয়ার আকুতি ও নানা আবদার। থাই নেভি সিল চিঠিগুলোর ছবি প্রকাশ করেছে। নিচে সবগুলো চিঠির অনুবাদ দেওয়া হয়েছে।

একই চিঠিতে কিশোররা লিখেছে, ‘দুশ্চিন্তা করো না। আমরা ঠিক আছি। আমরা তাড়াতাড়ি বের হতে চাই এবং অনেক কিছু খেতে চাই। তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। টিচার, দয়া করে আমাদেরকে বেশি করে বাড়ির কাজ দেবেন না!’

কিশোররা ও তাদের কোচ, সবাই তাদের পরিবারের উদ্দেশ্যে আলাদা আলাদা চিঠি লিখেছে।

টান (ডাকনাম টাইটান): মা এবং বাবা, আমার জন্য দুশ্চিন্তা করো না। আমি ভালো আছি। আমার ভাইকে বলো আমার জন্য চিকেন ফ্রাই আনার প্রস্তুতি নিতে।

কোচ: সব বাবা-মাকে বলছি, শিশুরা এখানে ভালো আছে। তাদের জিনিসপত্র যত্ন করে রেখ। আমি প্রতিজ্ঞা করছি, ওদেরকে এখানে ভালো রাখার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আমাদের সাহায্যে যারা এগিয়ে এসেছে, তাদের সবাইকে ধন্যবাদ। বাবা-মা’দের প্রতি আমি খুবই দুঃখিত।

মিক: আমার জন্য দুশ্চিন্তা করো না। আমি সবাইকে মিস করি। দাদি, আন্টি, আংকেল, মা-বাবা, ভাই-বোন সবাইকে ভালোবাসি। আমি এখানে ভালো আছি। নেভি সিল সদস্যরা আমার অনেক যত্ন নিচ্ছে। সবাইকে ভালোবাসি।

নিক: মা-বাবা, নিক তোমাদেরকে এবং ভাইবোনদেরকে ভালোবাসে। আমি যদি এখান থেকে বের হতে পারি, তাহলে আমাকে মুকাথা (বারবিকিউ) খেতে দিও।
মার্ক: মা, তুমি কেমন আছে? আমি ভালো আছি। তুমি কি আমার টিচারকে বলতে পারবে.. (অস্পষ্ট)

পং: বাবা-মা, তোমাদের ভালোবাসি। দুশ্চিন্তা করো না, আমি নিরাপদ আছি। তোমাদের ভালোবাসি।

ডম: আমি ভালো আছি। কিন্তু এখানে কিছুটা ঠান্ডা। কিন্তু আমার জন্য দুশ্চিন্তা করো না। আর আমার জন্মদিনের পার্টির কথা ভুলে যেও না কিন্তু।

আদৌল: আমাদের জন্য দুশ্চিন্তা করো না। আমি সবাইকে মিস করি। আমি সত্যিই যত দ্রুত সম্ভব তোমাদের কাছে ফিরতে চাই।

নাইট: বাবা-মা-আপু, নাইট তোমাদের ভালোবাসে। আমার জন্য চিন্তা করো না। নাইট সবাইকে ভালোবাসে।

টার্ন: আমি দাদি, মামা-বাবাকে মিস করছি। আমার জন্য দুশ্চিন্তা করো না। আমি নিজের যত্ন নিতে পারব।

নোট: আমি নিরাপদে আছি। আমার জন্য দুশ্চিন্তা করো না। মামা, বাবা তোমাদের সবাইকে ভালোবাসি।

ব্রিউ: বাবা-মা, দুশ্চিনা করো না। ব্রিউ দুই সপ্তাহের জন্য হারিয়ে গিয়েছিল। এখান থেকে বের হয়েই আমাদের দোকানে কেনাবেচায় মাকে সাহায্য করব। আমি দ্রুত বের হতে চাই।

টি: দুশ্চিন্তা করো না। আমি খুব ভাল আছি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি