ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি শালবন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত : ১৮:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি শালবন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ২ নারীসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে আওয়ামী লীগ সমর্থক ও পৌরসভার মেয়র রফিকুল আলম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের মধ্যে ৪জন আওয়ামী লীগ সমর্থক ও ২জন মেয়র সমর্থক বলে জানা গেছে। আহতদের ২জনকে খাগড়াছড়ি হাসপাতালে ও গুরুতর আহত ৪জনকে পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। দুপুরে দেশীয় অস্ত্রসহ হাসমত নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি