ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ফাইনালে ইবি

প্রকাশিত : ১৭:০৩, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

 

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন-১৯ এর বাস্কেটবল খেলায় নটরডেম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নটরডেম বিশ্ববিদ্যালয়কে ৬৪-৫০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয়।

বাস্কেটবল টিমের অধিনায়ক সিদরাতুল মুনতাহা সঙ্গীত বলেন, আমরা বঙ্গবন্ধু স্পোর্টস  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারব বলে আশাবাদী সেজন্য সকলের কাছে দোয়া প্রত্যাশী।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ এর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহব্বায়ক অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমার বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবলসহ প্রায় সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

উল্লেখ্য, আগামীকাল সকাল সাড়ে ১০টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বাস্কেটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি