ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আন্তর্জাতিক অঙ্গনে স্কয়ার গ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৭, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের বৃহত্তম ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এসপিএল) প্রথম বারের মতো শতভাগ মালিকানা নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করছে

সম্প্রতি আথাই নদী এক্সপোর্ট প্রসেসিং জোন এ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী সেখানে স্বাগত বক্তৃতা করেন এবং বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানে কেনিয়ার শিল্প, বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীপরিষদের সচিব আদন মোহাম্মদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেনিয়ায় অবস্থানরত বাংলাদেশী হাই কমিশনার মেজর জেনারেল আবুল কালাম মুহম্মদ হুমায়ন কবির, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কেনিয়া এবং পূর্ব আফ্রিকার সিইও লামিন ম্যানজং এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ইন্টারন্যাশনাল কর্পোরেট এর নির্বাহী পরিচালক মাহতাব ওসমানী উপস্থিত ছিলেন।

স্কয়ার গ্রুপ আয়োজিত ওই অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় তার বক্তব্যে স্কয়ার গ্রুপের সক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে উপস্থিত দর্শকদের স্কয়ার গ্রুপ ও তাদের স্পন্সরদের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, স্কয়ার শুধুমাত্র অর্থনৈতিক পরিমিতিগুলির ক্ষেত্রে বাংলাদেশের সেরা পারফরম্যান্সের একটি নয়, এটি নৈতিকভাবে ব্যবসায়িক অনুশীলনের পতাকা বহনকারী। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি