ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আপিল করেছেন নওয়াজ শরিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অ্যাভেনফিল্ড নিয়ে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার। সোমবার এ আপিল করা হয়েছে।

জবাবদিহিতা বিষয়ক পাকিস্তানের আদালত গত ৬ই জুলাই অজ্ঞাত আয়ে অর্জিত সম্পত্তি অর্জনের অভিযোগে নওয়াজ শরীফকে ১০ বছরের জেল ও ৮০ লাখ পাউন্ড জরিমানা করে। মেয়ে মরিয়মকে ৭ বছরের জেল ও ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। জামাই সফদারকে এক বছরের জেল দেয়া হয়েছে। অভিযুক্তদের পক্ষে তাদের আইনজীবীরা আলাদা ৭টি আপিল করেছেন।

এর মধ্যে তিনটি আপিল করা হয়েছে নওয়াজের পক্ষে। দুটি করে আপিল করা হয়েছে মরিয়ম ও সফদারের পক্ষে। নওয়াজের পক্ষে আপিল জমা দেন এডভোকেট খাজা হারিস। এর মধ্যে একটি আপিলে অ্যাভেনফিল্ড বিষয়ক মামলার রায়কে বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় আপিলে হাই কোর্ট থেকে রায় না আসা পর্যন্ত এই শাস্তি স্থগিত রাখার আবেদন করা হয়েছে। তৃতীয় আপিলে আল আজিজিয়া অ্যান্ড ফ্লাগশিপ দুর্নীতির অভিযোগ বিচারক মোহাম্মদ বশিরের আদালত থেকে ইসলামাবাদে জবাবদিহিতামুলক অন্য কোনো কোর্টে স্থানান্তর করার আবেদন জানানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি