ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন। জাতীয় গোয়েন্দা সংস্থার দপ্তরের কাছে সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

সংস্থাটির প্রবেশ পথের কাছে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা। হামলাকারী হেঁটে এসেছিল বলে জানান তিনি।

কাবুলে গত কয়েক মাস ধরে তালেবান এবং অন্যান্য জঙ্গিরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

গত মে মাসে কূটনৈতিক কোয়ার্টারে বোমা হামলায় ১৫০ জন নিহত হন।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী সোমবারের এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: বিবিসি

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি