ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:১১, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের একটি অফিসে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে শিক্ষা বিভাগের একটি অফিসে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দেশটির জালালাবাদ শহরে বন্দুকধারীদের হামলয় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগাইনি এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি দোকানের মালিক জানান, বড় ধরণের এক বিস্ফোরণের পরই গোলাগুলির শব্দ শুরু হয়। এরপরই আমি দোকান বন্ধ করে অন্যত্র পালিয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণের পরই লোকজনকে চিৎকার করতে করতে অন্যত্র সরে আসতে দেখি। ওই সময় শিক্ষা বিভাগের ভবন থেকে ধোঁয়া হতে দেখা যায়। এ ঘটনার পরই শুনি ভবনের নিরাপত্তায় থাকা একজন নিরাপত্তারক্ষীর মৃত্যুর হয়েছে।

জালালাবাদের স্বাস্থ্য পরিচালক নাজিবুল্লাহ কামাওয়াল বলেন, আহতদের মধ্যে ৫ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্র: ডন
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি